হঠাৎ লোহার পাইপ পড়ল তাইজুলের মাথায়, মুহূর্তেই সব শেষ

বাংলাদেশ

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলামের (২০) বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামে।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। তাইজুল মিস্ত্রির সহযোগী। দুপুরে ১৩তলা ভবনটির নিচে একপাশে বালুর কাজ করছিলেন তাইজুল। হঠাৎ ভবনটির ৬তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ তার মাথার উপর পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন, মুহূর্তেই সব শেষ হয়ে যায়।

আলতাফ হোসেন আরও জানান, তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। লোহার পাইপটি কীভাবে নিচে পড়ল বা কেউ সেটি উপর থেকে ছুঁড়ে ফেলেছে কি না, সেটি জানাতে পারেনি সহকর্মীরা।

 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *