হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের রহস্য উদঘাটন,গ্রেফতার-৩ ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইকারী গ্রুপের তিন সদস্যকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউ/পির উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্ধু রায়ের কাছ থেকে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়া তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।১১ সেপ্টেম্বর রবিবার মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে মাধবপুর থানার এসআই অনিক চন্দ্র দেব,এসআই রাজিব রায়,এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর পৌনে ৭ টার দিকে ঢাকা জেলার সাভার থানার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধ এলাকা হতে সাতক্ষিরা জেলার কলারোয়া থানার কুশোডাঙ্গা গ্রামের মোঃ আকরাম মিয়ার ছেলে মোঃহাসান(২৫)কে ও রাত আড়াইটার দিকে সাভার থানার আনন্দপুর গ্রামের বাগানবাড়ি হতে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সাতেশ্বর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে মোঃবিল্লাল হোসেন (৪৪)কে এবং আশুলিয়া থানার বাইপাইল এলাকা হতে রাত পৌনে ৫ টার সময় বগুড়া জেলার দুপচাঁপিয়া থানার দুপচাঁপিয়া গ্রামের মৃত মইনুল ইসলামের মেয়ে মোছাঃমিনি বেগম(২৮) কে আটক করে।পুলিশসূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় নিজের পারিবারিক কাজের জন্য দুপুর বেলা মাধবপুর ডাক অফিস থেকে নগদ ২ লক্ষ ৬১ হাজার এবং সোনালী ব্যাংকের নিজ একাউন্ট হতে ৪ লক্ষ ২৫ হাজার- মোট ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উত্তোলন করে একটি সাদা ব্যাগে করে মাধবপুর বাজার হতে নিজ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের বিপরীত পাশে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পৌছালে সিলভার রঙ্গের একটি হাইএইচ মাইক্রোবাস মোটরসাইকেলের গতিরোধ করে সামনে এসে দাঁড়ায় তখন তাক্ষণিক তিনজন মাইক্রোবাস থেকে নেমে নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে ভিকটিমের নামে মামলা আছে বলেই ভিকটিমের হাতে হ্যান্ডকাফ পড়িয়ে গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়।পরে তাকে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকার একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ব্যাংক থেকে উঠানো ৬ লক্ষ ৮৬ হাজার টাকা ও সঙ্গে থাকা ব্যবহৃত মোবাইল ফোন রেখে মোটরসাইকেলের চাবি ভিকটিমের সাথে দিয়ে তাকে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে প্রধান শিক্ষক মাধবপুর থানায় এসে একটি মামলা দায়ের করিলে মাধবপুর থানা পুলিশ মামলা সাপেক্ষে তদন্ত শুরু করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখিত আসামিগনকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিকভাবে আসামিগন ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদেরকে ১২ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামিদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *