হবিগঞ্জে কথা কাটাকাটির জের, সহপাঠীর হাতে প্রাণ গেল আরেক সহপাঠীর

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটন করেছে। জানা গেছে, বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে হত্যা করা হয় তাহসিনকে।

নিহত রাইসুল হক তাহসিন নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের স্বত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার রাতে ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ববিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের ওপর হামলা চালায় সাত-আটজন সহপাঠী। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *