হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিকের পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার উপজেলার ভাঙ্গার পুল এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, প্লাস্টিকের পণ্যবাহী ট্রাকটি ওলিপুর শিল্প এলাকা থেকে জেলা সদরে আসছিল। ভাঙ্গার পুল এলাকায় পৌঁছালে বিএনপির ডাকা অবরোধের সমর্থনকারীরা চলন্ত ট্রাকটিতে আগুন দেয়।
আগুনে ট্রাক ও এতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।
ওসি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শেয়ার করুন