হবিগঞ্জের শহরতলীর কালারডুবা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৫ জুন) হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় ওই এলাকার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার ছেলে রুহান মিয়া (২০)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী রুহান কালারডুবা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি গোলাম মুর্তুজা জানান, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন