হবিগঞ্জে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) ভোররাত ৩টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গুপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, একই ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. শাহিন মিয়া ও সহসভাপতি আব্দুল হামিদ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিকে গউছ ডেইলি স্টারকে বলেন, ‘আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তর হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা মানুষের কাছে কাছে পৌঁছাচ্ছি। এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই পুলিশ আমাদের ৩ নেতাকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না।’
ওসি গোলাম মর্তুজা গ্রেপ্তারের সত্যত্যা নিশ্চিত করে বলেন, ‘পূর্বের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।’
শেয়ার করুন