হবিগনজ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা কারাগারে ফজলু মিয়া (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র। গত সোমবার রাতে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমেই তাকে কারাগার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১টার দিকে সে মারা যায়।
গত ১ সপ্তাহে ২/৩ জন মারা যাওয়ায় কারাবন্দিদের মাঝে আতংক দেখা দিয়েছে। সদর থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে।
কারগার সূত্রে জানা যায়, ফজলু মিয়া একটি মামলায় জুলাই মাসের ৫ তারিখ থেকে হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। গত সোমবার রাতে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, ফজলু মিয়া স্ট্রোক করে মারা গেছে।
শেয়ার করুন