হবিগঞ্জ জেলায় তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ❗

হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলায় তিন শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ বলে তথ্য পাওয়া গিয়েছে। আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

তবে জেলার ৯ উপজেলায় ১৩৮ টি পূজামন্ডপকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে প্রশাসন। জেলা গোয়েন্দা সূত্র বলছে, এ বছর হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় সার্বজনীন পূজামন্ডপের সংখ্যা ৬৭৩ টি। এ ছাড়াও ব্যক্তিগতভাবে আরো ২২ টি পূজা মন্ডপ রয়েছে। সার্বজনীন পূজামন্ডপের মধ্যে ১৩৮ টি অতি ঝুঁকিপূর্ণ, ২০১ টি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলো সাধারণ।

ঝুঁকিপূর্ণ, অতিঝুঁকিপূর্ণসহ পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সৈয়দ মোস্তফা খোয়াইকে বলেন, পূজা মন্ডপের আধিক্যের কারণে এতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা চ্যলেঞ্জ। তবে চেষ্টা থাকবে সকল মন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার। সার্বক্ষণিক অবস্থা মোকাবিলার প্রস্তুতি আমাদের থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *