হবিগনজ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা কারাগারে শাহরুখ মিয়া (৫১) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। সে লাখাই উপজেলার সিংহ গ্রামের মৃত খতিব হোসেনের ছেলে। গতকাল সোমবার রাত ৯ টায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাহরুখ মিয়া হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালস্থ জেলা কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারা বরন করে আসছিল। তার কয়েদি নং-৫২৭২। গতকাল রাতে সে অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে প্রথমে কারাগার হাসপাতালে যান। এ সময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূঞা বলেন, ‘মাদক মামলার আসামী হয়ে শাহরুখ কারা বরন করছিল। হঠাৎ সে স্টোকে আক্রান্ত হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেয়ার করুন