হবিগঞ্জ হাসপাতাল: মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পরিদর্শনে ধরা পড়ল যেসব অনিয়ম

হবিগঞ্জ

২৫০ শয্যার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল উদ্দিন বলেন, হাসপাতালটির পরিবেশ হতাশাজনক। অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপশি নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, যা নিয়ে আমরা অত্যন্ত দুঃখিত।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হাসপাতালের বেশিরভাগ রোগীকে বাইর থেকে ওষুধ কিনে আনতে হয়। তাই সার্বিকভাবে হাসপাতালের ব্যবস্থাপনা আরও বেশি কার্যকর হওয়ার প্রয়োজন রয়েছে।

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার সুরক্ষায় দীর্ঘ সূত্রিতা তৈরি হচ্ছে। নিজেদের অবস্থান থেকে কেউ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল ও ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *