হবিগঞ্জ-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী

হবিগঞ্জ

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৩ বারের এমপি বর্তমান সাংসদ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল পাখিকে বিপুল ভোটে হারিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের নৌকা বেসরকারীভাবে জয়লাভ করেছে।

৭ জানুয়ারি রোববার ২ উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বানিয়াচং উপজেলায় ১০৬ ভোটকেন্দ্রে নৌকা প্রতীক ভোট পায় ৭১,৪৪৯ । আর নিকটতম প্রতিদ্ব›দ্বী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীক পেয়েছে ৩৮,১৮৮ ভোট।

অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলায় ৪৪ টি কেন্দ্রে নৌকা পেয়েছে ২৮,৪৯৪ ভোট আর ঈগল পেয়েছে ১১,৪১৮ ভোট। ২ উপজেলায় নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ৯৯,৯৪৩ ভোট আর ঈগলের ৪৯,৬০৬ ভোট। হবিগঞ্জ-২ আসনে নৌকা ৫০,৩৩৭ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।

অন্যান্য প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, বিএনএম মনোনীত প্রার্থী এস এ এম সোহাগ নোঙ্গর প্রতীকে ২৭২, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ গামছা প্রতীকে ৫৪ ভোট, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী খাইরুল আলম সোনালী আঁশ প্রতীকে ৩০৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ চেয়ার প্রতীকে ১৪১ ভোট, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জিয়াউর রশিদ ডাব প্রতীকে ১৭০ ভোট, জাতীয় পার্টি মনোনীত শংকর পাল লাঙ্গল প্রতীকে ২৫৩ ভোট ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী শেখ হিফজুর রহমান মিনার প্রতীকে ৪২১ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *