হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবন এর অষ্টম তলায় দশটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের উদ্বোধন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধি:

রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষে হবিগঞ্জ ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ১০টি শীতাতপ নিয়ন্ত্রিণ কেবিন চালু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১টি কেবিন সংরক্ষিত থাকবে। জেলা প্রশাসক জনাব ইশরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে আজ আনুষ্ঠানিকভাবে কেবিন উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। সার্বিক কার্যক্রম বাস্তবায়নকারী হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার জানান, প্রতি রাত কেবিন ভাড়া নির্ধারন করা হয়েছে এক হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার মঈন খান এলিস, প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *