হবিগনজের মাধবপুরে বোনের মৃত্যুর খবর পেয়ে ভাই মৃত্যু

হবিগঞ্জ

হবিগনজ প্রতিনিধিঃ

মাধবপুর উপজেলার মাদার গড়া গ্রামে একই দিনে মারা গেলেন দুই ভাই-বোন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখতে বাড়িতে ভীড় করেন গ্রামবাসী। মারা যাওয়া দুই ভাই ওই গ্রামের মৃত মৌলভী ইউসুফ আলীর মেয়ে সুফিয়া খাতুন (৮০) ও ছেলে মোঃ নূরুল হুদা (৬৫)।

গতকাল শুক্রবার বাদ জুমআ মাদারগড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুফিয়া খাতুন ও মোঃ নুরুল হুদা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুফিয়া খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১ টায় তিনি মারা যান।

এদিকে, একই সময় মরহুম সুফিয়া খাতুনের ছোট ভাই মোঃ নুরুল হুদা স্থানীয় নোয়া পাড়া বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে তিনি বড় বোন সুফিয়া খাতুনের মৃত্যুর খবর শুনে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুক্ষন পর তিনিও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। একসাথে আপন দুই-ভাই বোনের মৃত্যু মেনে নিতে পারেননি স্বজনরা। বৃদ্ধ মাসহ পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনের বুকফাটা আর্তনাদে আকাশ যেন ভারী হয়ে উঠে।
স্থানীয়রা বলেন, ‘৯ ভাই ও ৪ বোনের মধ্যে মরহুম সুফিয়া খাতুন ছিলেন সবার বড়। আর মরহুম নুরুল হুদা ছিলেন ৩য়। মৃত্যুকালে তাঁহারা মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *