হবিগনজ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করে। আসামীরা হলেন অলিউর রহমান ওরফে শেখ রাসেল, জাহাঙ্গীর আলম ও পারভিন আক্তার।
লাখাই থানা সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, এস আই বিপুল চন্দ্র দেবনাথ ও এ এস আই নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুধবার (৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত করাব গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে অলিউর রহমান ওরফে শেখ রাসেল ও তেঘরিয়া গ্রামের খেলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম কে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে।
এস আই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ একই রাতে অভিযান চালিয়ে ভরপূনী গ্রামের সোনাই মিয়ার স্ত্রী পারভিন আক্তার কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে বৃহস্পতিবার (৪ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শেয়ার করুন