এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
হবিগনজ লাখাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল আরোহী হাফেজ নুর রহমান নিহত হয়েছে। নিহতের স্বজন ও প্রত্যক্ষ সুত্রে জানা যায় মঙ্গলবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টা হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের উত্তরে অদুরে অবৈধ ট্রাক্টরের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের স্বজন ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত নুর রহমানকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার পুলিশ নিহতের সুরতহাল তৈরী করে মর্গে প্রেরন করেন। নিহতের বাড়ী লাখাই উপজেলার লখনাউক গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে মোঃ নুর রহমান। নিহতের স্বজন হাফেজ ইসমাইল জানায় নিহত নুর রহমান হুরগাও থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাথে যোগাযোগ করলে তিনি জানান সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। ঘটনা স্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
শেয়ার করুন