এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ
সামাজিক সংগঠন ‘সম্প্রীতির হবিগঞ্জ’-এর উদ্যোগে চুনারুঘাট কামাইছড়া চা-বাগান পুলিশ পাড়ি মাঠে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত রবিবার(০৮ই জানুয়ারী) বিকাল ৩ টায়,এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন,জাকারিয়া আমিন প্রতিষ্টাতা ও আহব্বায়ক,রেজাউল হাসান চৌঃ টিটু,সি.যুগ্ন আহব্বায়ক উপদেষ্টাদের মধ্যে ছিলেন, তৌহিদুর রহমান ও আজিজুল হক তালুকদার সেলিম।
এসব সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমুল হাসান চৌঃ,সি.উপদেষ্টা, রমিজুল ইসলাম রুমি,তৌহিদুর রহমান,মোজাম্মেল হক,জুয়েল জমাদার,আলিম উদ্দীন মাহমুদ,রুহেল মিয়া এ ছাড়া ও সহযোগীতা করেছেন সংগঠনের প্রতিষ্টাতা, জাকারিয়া আমিন,প্রধান সমন্বয়ক,
আঃ হামিদ (প্রবাসী),সিনিয়র যুগ্ন আহব্বায়ক,রেজাউল হাসান চৌধুরী টিটু (প্রবাসী)সিনিয়র যুগ্ন আহব্বায়ক আল-আমিন তালুকদার (প্রবাসী),সিনিয়র যুগ্ন আহব্বায়ক জুবায়ের আহমেদ (প্রবাসী)যুগ্ন আহব্বায়ক এস এম জুবায়ের (প্রবাসী),যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম তরফদার (প্রবাসী)যুগ্ন আহব্বায়ক,আলআমিন মিয়া,সদস্যদের মধ্যে,রুহুল আলম, মোঃ শরীফ উল্লাহ, পারভেজ আহমেদ,আঃ মন্নান,তোফাজ্জল রহমান, আরফিন কাউসার, প্রমূখ।এক বার্তায় সংগঠনের প্রতিষ্টাতা বলেন আমরা চেষ্টা করেছি সবার সহযোগীতায় কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। প্রত্যেকে যদি সামাজিক দায়বদ্ধতা থেকে এই সব অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাড়াই তাহলে আগামীতেও এই মানুষ গুলোর মুখে হাসি অব্যাহত থাকবে।এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।