‘বালিহাঁস দিয়ে আজকের আয়োজন হাকালুকি হাওরে’ এভাবেই বন্যপ্রাণী আইনে সংরক্ষিত পরিযায়ী পাখি খেয়ে বনভোজন করে নিজেরাই নিজেদের ফেসবুক ওয়ালে জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার বাইকার কমিউনিটির কয়েকজন যুবক।
তাদের এ ফেসবুক পোস্টটি ভাইরাল হলে কঠোর প্রতিক্রিয়া দেখান পরিবেশকর্মীরা।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর নিজের ফেসবুক ওয়ালে কুলাউড়ার মিলি প্লাজা মনাফ টেলিকমের পরিচালক মাহবুব আহমেদ সুমন ও ভুকশিমুল এলাকার আনাফ শারিয়ারসহ ৯ জন বন্ধু মিলে হাকালুকি হাওরে পরিযায়ী পাখি বালিহাঁস খেয়ে পিকনিক করেন। পরে সেই ভোজের ছবি, ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে বালিহাঁস খাওয়ার তথ্য শেয়ার করেন।
পরে এ নিয়ে প্রতিবাদ শুরু হলে তারা পোস্টটি সম্পাদনা (এডিট) করে ‘হাঁস’ লিখেন এবং স্থানীয় বাজার থেকে হাঁসের ছবি তুলে দাবি করতে থাকেন যে, তারা আসলে এই হাঁস খেয়েছেন। শুধু তাই নয়, যারা প্রতিবাদ করেছিল তাদেরকেও দলবদ্ধভাবে নানা হুমকি দিতে থাকেন।