স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্ট’র উদ্যোগে ২৫০ গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের প্রবাসী আনোয়ার আলী ও আনছার আলীর বাড়িতে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। একই দিনে ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪টি স্থানে পৃথক পৃথকভাবে আরোও প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরনের পর ট্রাস্টের উদ্যোগে বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি হাজী তৈমুছ আলীর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবীদ লিলু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, যুক্তরাজ্যের কিটলি সিটির কাউন্সিলর নেছার আলী, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর বাবরুল হোসেন বাবুল, হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আনছার আলী, শিক্ষানুরাগী প্রিন্সিপাল মাওলানা ছাদিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য আব্দুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য আহমদ আলী এবং শেষে পরিবারের মুর্দেগানের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সমাজসেবক হাজী আতাউর রহমান, হাজী সামারুফ আলী, হাজী তৈয়ব আলী, প্রবাসী আনোয়ার আলী, শিক্ষানুরাগী ফয়েক মিয়া, আবাব চৌধুরী, আব্দুল খালিক, যুবনেতা ময়নুল ইসলাম, ইসলাম উদ্দিন, জাকির হোসেন, সংগঠক তামিম আহমদ, সুমন আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন