স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে এলাকার প্রায় দেড় শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) গ্রামস্থ ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের বাড়িতে প্রবাসী ওয়াহিদুর রহমান ও পরিবারবর্গের অর্থায়নে ওই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি বলেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন, সত্যিই তা প্রশংসানীয়। সরকারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রবাসী ও বিত্তবানরা যত বেশি এগিয়ে আসবেন, আমাদের সমাজে থাকা অবহেলিত-বঞ্চিত মানুষেরা তত বেশিই উপকৃত হবেন। প্রবাসীদের গ্রহন করা সকল উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য আমাদের সকলের সার্বিক সহযোগীতা সর্বদা অব্যাহত থাকবে।
ট্রাস্টের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।