হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে: উপদেষ্টা রিজওয়ানা

বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ হাদির হত্যাকারী এবং এর পেছনে যারা ছিলেন সবাইকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করছে। আপনাদের হয়তো মনে হচ্ছে—কিছু জানাচ্ছি না কেন, তবে মনে রাখতে হবে আমারা কিন্তু শত্রু পক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটি করছি। ফলে যেই তথ্যগুলো আমরা জানাবো, সেগুলো যেন শত্রুকে শক্তিশালী না করে। শহীদ হাদিও বলতেন—আমারা যেন এমন কোনো কাজ না করি, যা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে।

তিনি আরও বলেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। এ চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকাকালীন যেন দ্রুত বিচারটা করে দেওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। আমরা থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আপনারা আছিয়ার ঘটনাটি জানেন। সেই ঘটনায় ৬ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা হয়েছিল। কাজেই চার্জশিটটা যেন আমার নির্ভুল ও নিখুঁতভাবে দিতে পারি। তাহলে ৭ জানুয়ারির পর দ্রুত সময়ের মধ্যে এই নৃশংস হত্যার বিচার আমরা অবশ্যই করে যাব।

তিনি আরও বলেন, অনেক সময় কিন্তু অপরাধী পালিয়ে গেলেও বিচার করা যায়। এটাকে আমরা ইংরেজিতে বলি ‘ইন অ্যাবসেন্সিয়া’ বিচার। শেখ হাসিনার বিচার হয়েছে, তিনি তো দেশে নেই। যারা হাদিকে শহীদ করেছে, তারা যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তাদের যেন দেশে ফিরিয়ে আনতে পারি, এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে, হত্যাকারীদের যদি ভারতে খুঁজে পাওয়া যায়, তাহলে তারা বাংলাদেশকে সহায়তা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *