ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর এবার আরও এক হাই-প্রোফাইল প্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। তিনি কানাডা জাতীয় দলে খেলা সিলেটের মৌলভীবাজারের সামিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্ব ও এর আগে ভুটান ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।সামিতের পৈতৃক বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। তবে সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এর পরও পরিষ্কার বাংলায় কথা বলতে পারেন সামিত। ইতমধ্যেই বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশের হয়ে খেলার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বাফুফে।
বুধবার (২৮ মে) বিকেলে ২৬ সদস্যর দল ঘোষণা করেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা।
যেই দলে হামজা চৌধুরী, শমিত সোমসহ জায়গা হয়েছে ফাহমিদুল ইসলামের। তবে এখনো বাংলাদেশের হয়ে খেলতে অনেক প্রসেস বাকি থাকায় রাখা হয়নি কিউবা মিচেলকে।
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজারা।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।
মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।
শেয়ার করুন