বাংলাদেশি বংশোদ্ভুত হামজা এখন খেলছেন ওয়াটফোর্ডের হয়ে। লেস্টার থেকে লোনে খেলার জন্য চ্যাম্পিয়নশিপের এই ক্লাবটিতে এসেছেন তিনি। লাল সবুজদের হয়ে এই ফুটবলারের খেলার কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে বাফুফে প্রথম পদক্ষেপও নিল।
বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানাবাড়ি। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভুত বলে হামজাকে লাল সবুজ জার্সিতে দেখার গুঞ্জন তাই আগে থেকেই ছিল, সেটা জোরালো হয় তার এক সাক্ষাৎকারের পর। সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’
হামজা আরও বলেছিলেন, ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো কিছু করলে দেশ থেকে সবাই সমর্থন জানাত। আমার মা সারা রাত জেগে থাকতেন। কারণ, আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবেন।’
শেয়ার করুন