হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
খালেদার এখনকার অসুস্থতার ধরন কী, সে বিষয়ে কিছু বলেননি জাহিদ হোসেন।তিনি জানান, মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে, সকাল থেকে সেগুলো করা হচ্ছে।
সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শেয়ার করুন