হাসপাতালে ভর্তি রোগীসহ দুঃস্থ দের মাঝে ইফতার বিতরণ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি হওয়া রোগীদের মাঝে এবং অভয়নগর স্বাধীনতা চত্বরে ও চৌরাস্তায় সমবেত দুঃস্থ অসহায়
তিন শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আজ সোমবার (১৭ এপ্রিল) সোমবার বিকালে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া সাংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে বীরমুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারীসহ উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা তৌহিদুর ইসলাম, ছাত্রলীগ নেতা কোনাল অধিকারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল হোসেনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

ইফতার বিতরণ শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।


উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মাহে রমজান মাসে ধারাবাহিকভাবে এলাকার দুঃস্থ এতিম ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এ কর্মসূচি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *