হাসিনা ঢুকলে মানুষ আম গাছে বেঁধে বিচার করবে: আখতার হোসেন

রাজনীতি

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাকে আমগাছে বেঁধে বিচার করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা মাঝে মাঝে ‘টুপ করে’ বাংলাদেশে ঢুকে পড়তে চান, তবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাকে আমগাছের সাথে বেঁধে গণহত্যার বিচার করবে।

রবিবার (৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দিল্লি না ঢাকা এই স্লোগানটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়। বিএসএফ বন্দুক নিয়ে যখন বাংলাদেশে ঢুকেছে, আপনারা কাস্তে নিয়ে তাদের তাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ মর্যাদা ও ঐতিহ্য নিয়ে বসবাস করবে, এতে ভারত, আমেরিকা কিংবা চীন কেউ আঙুল তুলে কথা বলার সাহস করবে না।

সীমান্তে ভারতের আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, দিল্লির সরকার আওয়ামী লীগের স্বৈরাচারী দমন-পীড়নকে প্রশ্রয় দিয়েছে। এই দমননীতি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং সীমান্তবর্তী এলাকাগুলোতেও সম্প্রসারিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় বিএসএফ গুলি করে মানুষ হত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের আঞ্চলিক ও রাজনৈতিক বৈষম্যের কথাও তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, আপনারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশে আমরা আর কোনো রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, শ্রম ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ আর পুরোনো কায়দায় চলতে পারে না। এই রাষ্ট্রকে নতুন কাঠামোতে পরিচালনার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করতেই হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *