হিজড়াদের পরিকল্পিত পূনর্বাসন ও বেপরোয়া উৎপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি

সিলেট

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শনিবার (১৭ জুন ২০২৩) সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের উপর আলোকপাত করে “সিলেটের যুব সমাজের করনীয়” শীর্ষক আলোচনা ও সাপ্তাহিক ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরী ও জেলায় হিজড়াদের চাঁদাবাজি অসম্ভবভাবে দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে শুক্রবারে হিজড়াদের উৎপাত বেড়ে যায়। তাদের ব্যবহার হিং¯্রতাকেও হার মানায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন পয়েন্ট ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান করে। বিয়ের গাড়িসহ সর্বস্তরের যানবাহনের সামনে অতর্কিতভাবে অবস্থান নেয়। তাদের নিজস্ব দাবি আদায় না হওয়া পর্যন্ত গাড়ির সামনে থেকে তারা সরে না। যতক্ষণ না তাদের দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা অনড়। অনেক সময় তারা বড় অংকের চাঁদা দাবি করে বসে। চাঁদা না দিয়ে তাদের সাথে কোনো ধরনের কথা বলতে গেলেই খুব খারাপ ভাষায় গালিগালাজ করা সহ উলঙ্গ হয়ে যায় ও ঈট পাটকেল নিয়ে গাড়ির দিকে তেড়ে আসে। যা উপস্থিত যাত্রীদের মারাত্মক বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। বাধ্য হয়ে সমঝোতার মাধ্যমে তাদের দাবির চাঁদা দিয়ে সেখান থেকে যেতে হয়। এতো সাধারণ ব্যপার! একদিনে কোনো গাড়ির বহরকে মহানগরীর ৪/৫টি পয়েন্ট সহ জেলার আরো ৩/৪টি পয়েন্টে হিজড়াদের কারণে অসম্ভভ প্রতিকুলতায় পড়তে হয়। বক্তারা বলেন, হিজড়াদের জন্য সাধারণ জনগণকে প্রতিনিয়ত হয়রানি ভোগ করতে হচ্ছে ও তাদের উৎপাত দিন দিন বেড়েই চলছে। অনতিবিলম্বে হিজড়াদের হিজড়াদের পরিকল্পিত পূনর্বাসন ও আত্মকর্মসংস্থান এবং বেপরোয়া উৎপাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান সংস্থাগুলো নেতৃবৃন্দ। বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের উপর আলোকপাত করে “সিলেটের যুব সমাজের করনীয়” শীর্ষক আলোচনায় যুব সমাজকে নতুন প্রতিনিধিদের নির্বাচনের সহযোগিতা ও ভোট প্রদানের জন্য আহবান জানান। পাশাপশি দুই বারের অধিক প্রার্থীদের বয়কট করে সৎ, পরোপকারী, সমাজকর্মী, কর্মঠ ও সাবলম্বী প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন রিয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, সচেতন যুব সমাজের পক্ষ থেকে মাহিনুর রহমান মাহিন ও ইব্রাহিম গাজি নাইম।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই শনিবার সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদুল আযহা পরবর্তী পূর্নমিলনী অনুষ্ঠান ও এক ঘন্টার সাপ্তাহিক ৭ম সভা সন্ধ্যা ৭. ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *