সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রদল সিলেট জেলা।
উল্লেখ্য যে, গত ১লা মে মহান মে দিবসের কর্মসূচী পালনকে কেন্দ্র করে সিলেটের কতিপয় রেস্টুরেন্ট মালিক সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় হোটেল শ্রমিকনেতা শাহিন আহমদ, রুবেল মিয়া এবং এজহার বহিভূত সাগর আহমদকে পুলিশ ধৃত করেন। গ্রেফতারকৃত নেতৃবৃন্দ এবং মামলার এজহার ভুক্ত সকলেই ১মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের কোর্ট পয়েন্টে বাংলাদেশের জাতীয় ফেডারেশন ‘বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ’-০৫ এর কর্মসূচীতে অবস্থান করছিলেন।
সংগঠনের মধ্যে দালাল সৃষ্টি, প্রাণ নাশের হুমকি উপেক্ষা করে যখন হোটেল শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে অগ্রসর হচ্ছে। তখন মালিকরা মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের হয়রানি করে চলছে।
নেতৃবৃন্দ হোটেল শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হোটেল শ্রমিকদের হয়রানি না করার অনুরোধ করা হয় এবং এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।