প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ইংল্যান্ডের পর, এবার প্রতিপক্ষ নিউ জিল্যান্ড, ব্যবধান ৮ উইকেটের।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করে বাংলাদেশ।
২৪৬ রান তাড়ায় ৪২.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় কেইন উইলিয়ামসের দল।
দলের পক্ষে ডারিল মিশেল ৬৭ বলে অপরাজিত ৮৯ রান, কেইন উইলিয়ামস ৭৮ রান ও ডেভন কনওয়ে ৪৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।
এরআগে, প্রথম ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বল থেকেই মড়ক লেগেছিল বাংলাদেশের ইনিংসে। প্রথম বলেই উইকেট ছেড়ে এসে মারতে গিয়ে আউট হয়ে যান লিটন দাস। এরপর একে একে তানজিদ, মিরাজ ও শান্ত আউট হয়ে গেলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫৬ রানে ৪ উইকেট। মাত্র তেরোতম ওভারের খেলা চলছিল।
তিনে ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৩০ রান করেন মিরাজ। তিন বলের ব্যবধানে ব্যাক্তিগত ৭ রানে আউট হন শান্তও। ৫৬ রানে চার ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব ও উইকেটকিপার ব্যাটার মুশফিক।
এই জুটি স্কোরকার্ডে যখন ১৫২, তখন বিচ্ছিন্ন হয়। সাকিব করেন ৪০ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিম।
পঞ্চম উইকেট জুটিতে ৯৬ রানরে জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে রাখেন তারা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে ৪০ রানে আউট হন টাইগার অধিনায়ক।
সাকিবের বিদায়ের পর বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৪৮তম ফিফটি পাওয়া মুশফিক। ২৫ বলে ১৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন তরুণ তাওহীদ হৃদয়। দুই ছক্কায় ১৭ রান করেন পেসার তাসকিন।
বাংলাদেশের ইনিংসকে সম্মানজনক অবস্থান নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।
শেয়ার করুন