হোম সিলেট নবীগঞ্জে লোকনাথ মন্দিরে চুরি

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে লোকনাথ সেবা আশ্রমে ২৩ জানুয়ারি মঙ্গলবার দিবাগত গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে।

চোররা মন্দিরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দানবাক্সের টাকা, সৌরবিদ্যুতের ব্যাটারি, পিতলের ঘট, জান্স, করতাল, কাসার ঘণ্টাসহ লক্ষাধিক টাকার পূজার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

খরব পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী,সেকেন্ড অফিসার স্বপন সরকার, এস আই রাজীব, এ এস আই পরিমলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর ভট্টাচার্য্য, সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চক্রবর্তী, লোকনাথ সেবাসংঘের সাধারণ সম্পাদক করুণাময় দে বাচ্চু, মনফর মিয়া, পরিপদ পাল, অরবিন্দু রায়, সাবেক মেম্বার সুভাষ রায়, ফারুক মিয়া, সনজয় রায়, অনজিত দাশ, রাজন রায়, রাজীব দাশ, অসিত দাশসহ গ্রামের লোকজন।

এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *