১নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা,হযরত শাহজালাল (রঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ও রাজার গল্লি সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কবীর চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,।
১৯/০২/২০২৩ রোজ রবিবার বাদ মাগরিব দরগা হযরত শাহজালাল (রঃ) মাজার খাদিম সৈয়দ মাহমুদ রাজা হারুন দোয়া পরিচালনা করেন।এতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক এ এস সাদাত, সাবেক সভাপতি জুনেদ আহমদ শওকত, আব্দুল করিম চৌধুরী, আলী মোস্তফা মিশকাতুর নুর এডঃ, নিজাম উদ্দিন আহমদ,জামাল উদ্দিন হাসান বান্না,মুফতি আবেদ,হাসান আহমদ শানা,শহীদুল হক রিংকু,আব্দুল সালাম,সৈয়দ তাহের আহমদ, প্রকৌশলী রাজু আহমদ, ইভান চৌধুরী প্রমুখ।
শেয়ার করুন