১ম দিনু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট

শুক্রবার (৩ মে) বিকালে দলদলী চা-বাগান খেলার মাঠে দলদলী যুব-সংঘের আয়োজনে ১ম দিনু স্মৃতি ফুটবল টুর্নানেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: আব্দুল বশর মিয়া।

উক্ত ফাইনাল খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ৫-২ গোলে পুষ্পকলী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জাফলং নালাপাড়া বিজয়ী হয়।

দলদলী চা বাগানের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাশ এর সভাপতিত্বে ও দলদলী যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস ও সদস্য রাজেস দাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ হাছিনা আক্তার, বাংলাদেশ শ্রম আদালত সিলেটের আইনজীবী এ.এইচ.এম জাফর চৌধুরী (বুলবুল) এডভোকেট, সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, ৬নং টুকের বাজার ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১, আবুল কাসেম চৌধুরী (খালেদ), ৬নং টুকের বাজার ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য দিপালী গোয়ালা, দলদলী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টেন বাল্মিক দাস মিন্টু, দলদলী চা বাগানের বড় বাবু গোলাম মর্তুজা (বেলাল), উড়িষ্যা বাল্মিক দাস সমাজের বিচারপতি সুদেন বাল্মীক দাস, লাক্কাতুড়া চা বাগান ৮নং ওয়ার্ডের মেম্বার রাম বাহাদুর, চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের সভাপতি  দিলিপ কুসুমী, জয় মাহাত্ম কুসুমী, উড়িষ্যা সমাজের সিলেট সুরমা ভ্যালির সভাপতি অমল বাল্মিক দাস, দলদলী চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী উপেন্দ্র বাল্মিক দাস, দলদলী যুব-সংঘের উপদেষ্ঠা হরিচরণ বাল্মিক দাস, দলদলী চা বাগানের ড. রিপন কুর্মী, শ্রীমদেন বাল্মিক দাস, দলদলী যুব-সংঘ উপদেষ্ঠা চামঠু বাল্মিক দাস।

এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির রতন দাস, সাজন দাস, উত্তম দাস, রাজেস দাস, শাওন দাস, অনুকুল দাস, বিষ্ণু দাস, গোবিন্দ মাল, আকাশ মুন্ডা, দিলকুশ দাস, স্বদেশ বাউরি, সবুজ দাস, স্বপন দাস, হাবিব ফকির, কেমু দাস, মিলন দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *