১০নং ওয়ার্ডে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেট

সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর ১০নং ওয়ার্ডের মজুমদারপাড়া এলাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

১০নং ওয়ার্ড সভাপতি প্রভাষক দেওয়ান আছকির আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী পারভেজ আহমদ। শীতবস্ত্র বিতরণকালে জামায়াতের ১০নং ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, সমাজের দরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। আমাদের উপর তাদের হক রয়েছে। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো করুনা নয় বরং নৈতিক দায়িত্ব। নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাহলে তারা একটু উষ্ণতা খুজে পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *