নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুণঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উক্ত সমাবেশ আগামী ১৫ জুলাই শনিবার বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ে যান। এসময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদের সাথে দেখা করে ১৫ জুলাইয়ের শান্তিপূর্ণ সমাবেশ সফলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট আজিম উদ্দিন প্রমূখ।
পুলিশের সাথে সাক্ষাত শেষে মহানগর জামায়াত সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবীতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সমাবেশের তারিখ ও স্থানের বিষয়ে প্রশাসনকে অবহিত করতে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী শান্তিপূর্ণভাবে ১৫ জুলাই রেজিষ্ঠারী মাঠে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি থাকবে।
শেয়ার করুন