ষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। এই চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সেইপথে। গত ১৬ বছরে যে নির্যাতন হয়েছে, আপনারা ‘মজলুম’ ছিলেন ‘জালিম’ হয়েন না। ‘মজলুম জালিম’ হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মান জানাই। একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে তাদের পরিণতি ছাত্রলীগের মতই হবে।
তিনি বলেন, গণতন্ত্র উত্তোরণের এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। শহীদদের রক্তের দায় আমাদের ওপর রয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষাপ্রতিষ্ঠানে রিইনস্টল করতে পারি না। শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাইলে তাদের ভাষায় তাদের মতো চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিকস করতে চান, হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি করতে চান, আপনাদের পরিণতি হবে সাদ্দাম-ইনানের মত।
গেস্টরুম চাঁদাবাজির স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না জানিয়ে হাসনাত বলেন, শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা মনস্তাত্ত্বিক সমৃদ্ধির রাস্তা আমরা সুপ্রশস্ত করেছি, আমরা চাই না কোনো ছাত্রসংগঠন শিক্ষার্থীদের টুঁটি চেপে ধরুক। হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। গেস্টরুম চাঁদাবাজি রিইনস্টল করার স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না।
শেয়ার করুন