ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ চলাকালেই ঢাকায় পৌঁছে যাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ ও তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই তামিম ইকবালদের মাঠে নামতে হবে আইরিশদের বিপক্ষে। তিন ম্যাচ টি২০, তিন ম্যাচ ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ হবে ইউরোপের দলটির বিপক্ষে।
সম্ভাব্য সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮, ২০ ও ২৩ মার্চ হতে পারে ওয়ানডে সিরিজ। ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে টি২০ ম্যাচগুলো। ৪ থেকে ৮ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখা হয়েছে একমাত্র টেস্ট ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট।
এই সূচি চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহে। সে ক্ষেত্রে ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হতে পারে।
শেয়ার করুন