১৯ টি চোরাই গ্যাস সিলিন্ডারসহ গ্রেফতার ২

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কোতয়ালি মডেল থানার পালবাড়ির মোড় থেকে ১৯ টি চোরাই গ্যাস সিলিন্ডার ও পরিবহনের জন্য ব্যবহৃত ব্যাটারি চালিত ভ্যানসহ মোঃ হযরত আলী(৪৭) ও মোঃ রাফসান জানী তাজু(২৯)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হযরত আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মানিকপুর গ্রামের মৃত খয়ের আলী গাজীর ছেলে ও তাজু কোতোয়ালি মডেল থানার চাঁচড়া মল্লিকা পাড়ার ভাড়াটিয়া।
ঘটনার বিবরণ অনুযায়ী আজ সোমবার (২৬ জুন) ভোরে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই মোঃ শফিউর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে যশোর কোতয়ালী থানাধীন পালবাড়ি মুর্তির মোড়স্থ চাঁচড়া টু পালবাড়ি মুখি পাকা রাস্তার উপর এবং যশোর কোতয়ালী থানাধীন চাঁচড়া বাজারস্থ আরএম টেলিকম নামক দোকান হতে হযরত আলী ও রাফসান জানী তাজুকে ১৯ টি গ্যাস সিলিন্ডার এবং ০১টি ব্যাটারী চালিত ভ্যান সহ গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *