১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে

জাতীয়

২০২৩ সালের জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ কমিটির সভা হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এ ভোজ্যতেল কেনা হবে। এজন্য খরচ হবে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।

 

রাহাত আনোয়ার বলেন, টিসিবির মাধ্যমে ৫৫ লাখ টন সুপার পাম অয়েল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৮৭ কোটি ৯৭ লাখ টাকায় এ ভোজ্যতেল কেনা হবে।

তিনি বলেন, এছাড়া টিসিবির মাধ্যমে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। ৭০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে তিন স্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এ খাদ্যশস্য কেনা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *