সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান আজাদ। বুধবার (২১ জুন) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
আজাদুর রহমান আজাদ সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
এনিয়ে টানা পঞ্চম বারের মতো কাউন্সিলর হলেন আজাদুর রহমান আজাদ।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, আজাদুর রহমান আজাদ পেয়েছেন ৩ হাজার ১৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু তালুকদার পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।