বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
২১-০৭-২০২২ইং
২০২৩ সালের মধ্যে হবিগঞ্জকে ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ের ২য় ধাপে নতুন ঘর হস্তান্তর উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি এই লক্ষ্যের কথা জানান। তিনি জানান,বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলার ১২৬টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে। এ নিয়ে জেলায় ভূমিসহ ঘর পেয়েছেন ২ হাজার ৪১টি পরিবার। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জেলা প্রশাসন ৪৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ১২৩.১৬ একর অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করেছে। ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ক্রয় করা হয়েছে আরও ২.৪৭ একর ভূমি। বৃহস্পতিবার জেলার নবীগঞ্জ উপজেলায় ৫০টি, বাহুবল উপজেলায় ৬৪টি এবং মাধবপুর উপজেলায় ১২টি ঘর হস্তান্তর করা হবে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জী, আরডিসি প্রতীক কুমার মন্ডল ও প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।
শেয়ার করুন