২০ টাকা মজুরি বাড়াতে সম্মত মালিকপক্ষ, প্রত্যাখান চা শ্রমিকদের

জাতীয়

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে শ্রমিক ও বাগান মালিকদের মধ্যে বৈঠক হয়।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শ্রম অধিদপ্তর ঢাকা কার্যালয়ে এই বৈঠক হয়। কয়েক ঘণ্টা বৈঠক শেষে রাত ১১টার দিকে বাগান মালিক পক্ষ ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা মজুরি দেওয়ার কথা জানান। তবে শ্রমিকরা মাত্র ২০ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখান করেছেন। তারা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন।

মজুরি নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, তারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩০০ টাকা মজুরি দাবি করেন। মালিক পক্ষ মাত্র ২০ টাকা মজুরি বৃদ্ধি ঘোষণা করে। এত কম টাকায় তাদের সংসারের ব্যয় মিটানো কোনোভাবে সম্ভব নয়। তাই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

আজও মজুরি বৃদ্ধির দাবিতে দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করে করেছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। এরপর ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা ধর্মঘট পালন করেন। ১৪ ও ১৫ আগস্ট দুইদিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে পূর্ণদিবস ধর্মঘট পালন করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *