২১ জুলাই আহত হয়ে ভাতা নিলেন আতিক নগরী!

সিলেট

স্টাফ রিপোর্ট : জুলাই আগস্টের আহত দেখিয়ে একশ্রেণীর ভন্ড প্রতারক রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা উত্তোলন করেছে। সিলেট শহরে ইতিমধ্যে তাদের নিয়ে ছি ছি শুরু হয়েছে।

আজ তেমনি একজনকে তুলে ধরছি। নাম আতিক নগরী। সে স্থানীয় একটি পত্রিকায় চাকুরী করে। সম্প্রতি সে জুলাই আগস্টের আহত দেখিয়ে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে ১লাখ টাকা উত্তোলন করে।

আতিক নগরীর দাবি, সে জুলাইতে আহত হয়েছে। জাস্ট সিলেট থেকে জানতে চাওয়া হলে সে বলে, আমি ২১ জুলাই শিবগঞ্জ আমার অফিসে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া রাস্তার পাশে ড্রেনে পরে পায়ে আঘাত পাই।
আতিক নগরী নামধারী এই ব্যক্তির দাবিটি যে ভুয়া তার একটি প্রমান দেই। এই সিলেট শহরে যারা জুলাই আগস্ট দেখেছেন তারা জানেন, ২১ জুলাই সিলেট শহরে কিছুই হয়নি। মানে আন্দোলন সংগ্রাম রণক্ষেত্র কিছুই হয়নি।

১৯ জুলাই আবু সাঈদ ও তোরাব হত্যাকাণ্ডের পর সারা দেশে প্রায় ১ সপ্তাহের মতো আন্দোলন বিরতি ছিলো। সিলেটে ২১ জুলাই কোন আন্দোলনই হয়নি। ২১ জুলাই ব্যক্তিগত কাজে যাওয়ার পথে কোথাও আহত হয়ে থাকলে সেটা জুলাই আগস্ট আন্দোলনের আহত হয় কিভাবে? আতিক নগরী জুলাই আগস্টের আন্দোলনের দিন কোন ব্যাটেল গ্রাউন্ডে আহত হয়নি! যেদিন আন্দোলন ছিলোনা সেদিন আহত হয়েছে এবং ব্যক্তিগত অথবা তার পেশাগত কাজে যাওয়ার পথে আহত হয়েছে।

স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জেগেছে জুলাই আগস্টের ভাতার নামে এগুলো কি হচ্ছে? কিছু লোভী প্রতারক বাড়ির পাশে উষ্ঠা খেয়ে মেডিকেল সার্টিফিকেট বানিয়ে প্রতারণা করে রাষ্ট্রের টাকা লুট করেছে।

সোনারপাড়া এলাকার সাজন ইসলাম সাজু নামে জুলাই আগস্টের একজন প্রকৃত আহত ছাত্র জানান, ২১ জুলাই সিলেট শহরে আন্দোলন সংগ্রাম কিছুই হয়নি। শিবগঞ্জে ২১ জুলাই কোন সংঘর্ষ সংঘাত হয়েছে বলে আমরা শুনিনি। ঐ দিনের আহত দেখিয়ে কেউ যদি রাষ্ট্রের কোষাগার থেকে জুলাই আগস্টের ভাতা উত্তোলন করে-এটা প্রতারণার শামিল। রাষ্ট্রের উচিৎ এদের কাছ থেকে টাকাগুলো ফেরত নেয়া। এসব লোভী প্রতারকদের মুখোশ উন্মোচন করা।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন নাসির উদ্দিন বলেন, জুলাই আগস্ট আহতদের ভ্যারিফিকেশনে কিছু সমস্যা হতে পারে। আমরা এগুলো দেখছি।

১৯ জুলাই অগ্রগামী স্কুলের সামনে পুলিশের সাথে সংঘর্ষে শরীরে অগণিত বুলেট বিদ্ধ হয় আব্দুল্লাহ নামে এক ছাত্রদল নেত। আব্দুল্লাহর মতো এমন অসংখ্য প্রকৃত আহতরা জুলাই আগস্টের ভাতা পায়নি। ভাতা পেয়েছে আন্দোলন বিহীন দিনে বাড়ির পাশে উষ্ঠা খেয়ে পড়ে যাওয়া কিছু প্রতারক।

জাস্ট সিলেটকে জুলাই আগস্টের আহত আব্দুল্লাহ বলেন, আমার শরীরে অসংখ্য বুলেটের ক্ষত। অথচ আমরা ভাতা পাইনা। ভাতা পায় আন্দোলনবিহীন দিনে বাড়ির পাশে উষ্ঠা খেয়ে পড়ে যাওয়া প্রতারকরা! অবিলম্বে জেলা প্রশাসনের কাছে এমন প্রতারকদের ভাতা ফিরিয়ে নিয়ে প্রকৃত আহতদের দেয়ার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *