২৫ শে মার্চ গণহত্যা দিবস স্মরণে দীপশিখা প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ভয়াল কালোরাত ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটিতে বিস্তারিত কর্মসূচি পালন করেছে।তারই ধারাবাহিকতায় দিবসটি স্মরণে দীপশিখা প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান হয়।

আজ (২৫ শেষ মার্চ) সন্ধ্যা সাতটায় যশোর জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট টাউন হল ময়দান ও উন্মুক্ত স্বাধীনতা মঞ্চে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে দীপশিখা প্রজ্বলন ও আলোর মিছিল কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,প্রশাসনের কর্মকর্তা মোঃ হোসাইন শওকত, মোঃ রফিকুল হাসান সহ অন্যান্য অফিসারবৃন্দ, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এ মিছিলে অংশ গ্রহন করেন।
এরপর অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। যশোরের ১২টি সংগঠনের শিল্পীরা একক ও সমবেত আবৃত্তিতে অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *