
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘৪র্থ বিশ্বনাথে ফ্রেন্ডস সার্কেল প্রাউজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র।
শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে পৌর শহরের কারিকোনা গ্রামের পূর্বের মাঠে প্রবাসীদের অর্থায়নে ও বিশ্বনাথে ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। পুরস্কার হিসেবে ট্রফির সাথে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও রানার্স-আপ দল নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা পাবেন।
পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থা এবং ফুলকুড়ি যুব সংঘ সার্বিক সহযোগীতায় আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী। উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল আজিম।
বিশ্বনাথে ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী (বিএফসি)’র সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ, মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন, সুহেল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল।
উদ্বোধনী খেলায় ‘নুনু ফুটবল একাডেমী (ওসমানীনগর) ২-১ গোলের ব্যবধানে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র (গোলাপগঞ্জ)’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন



