৪০তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৯৬৩ জনকে সুপারিশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) গেজেটটি প্রকাশ করা হয়।
২0২০ সালের জানুয়ারিতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে সে সময় করোনা মহামারী শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটে। প্রায় এক বছর পর গত বছরের ২৭ জানুয়ারিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫