৪ যুগ পর সিলেট-চাঁদপুর রেল যোগাযোগ

সিলেট

দীর্ঘ প্রায় চার যুগ আগে সিলেট-চাঁদপুর রুটে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি। অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন সিলেট-চাঁদপুর রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটি ৮ কোচের ট্রেন হবে।

রেলওয়ে সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে এবার ঈদে সিলেট-চাঁদপুর রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতোমধ্যে এ সম্পর্কিত আদেশের কপি সংশ্লিষ্ট স্টেশনগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনের টিকিট অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে।

এ দিকে, সিলেটের ব্যবসায়ীরা বলছেন- সিলেট-চাঁদপুর রুটে ট্রেন নিয়মিত চালু রাখলে চাঁদপুরের সঙ্গে সিলেটের ব্যবসায়ীক সম্পর্কের বিস্তার ঘটবে এবং দুই জেলাই উপকৃত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *