ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথের এসএম নুনু মিয়া সংক্ষিপ্ত সফরে আগামী ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সচিব ও বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া।
তিনি বলেন, ব্যক্তিগত কাজে আগামী ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে রওনা হয়ে ওই দিনই লন্ডন হিথরো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন। এবং যুক্তরাজ্যের লন্ডন অবস্থানকালে বিশ্বনাথ ও ওসমানীনগরের কমিউনিটি নেতৃবৃন্দ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিক সাথে মতবিনিময় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এবং সেখানে ৩ সপ্তাহ অবস্থান করে দেশে ফিরে আসবেন।
চেয়ারম্যান সাহেব সকলের কাছে সুস্থতা ও সার্বিক মঙ্গলের জন্য দোয়া চেয়েছেন।