নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার।
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন এ বাঁহাতি ব্যাটার পাঁচ বছর পর।
আদি অশোকের বলে সিঙ্গেল নিয়ে সৌম্য সরকার পৌঁছান সেঞ্চুরির কাঙ্ক্ষিত ঠিকানায়।
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে সৌম্য পৌঁছালেন ১১৬ বলে। ২০১৮ সালের পর ওয়ানডেতে এটাই তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস।
নিউজিল্যান্ডে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সৌম্য।
শেষ পর্যন্ত ১৫১ বলে ২২ চার আর ২ ছক্কার সাহায্যে ১৬৯ রান করেন সৌম্য সরকার।
৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৯১ রান।
শেয়ার করুন