৭ কেজি ভারতীয় রুপার গহনাসহ গ্রেফতার ২

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশে ৭ কেজি ভারতীয় রুপার গহনাসহ মোঃ মিজানুর রহমান(৪৫) ও
মোস্তফা কামাল(৩৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজানুর সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলাইপুর গ্রামের মৃত মোহাব্বত আলী খানের ও মোস্তফা কামাল যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গতকাল (২৪ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে এগারোটায় যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে ৭ কেজি ভারতীয় রুপার গয়নাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজারমূল্য নয় লক্ষ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *