৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করুন: বাসদ

সিলেট

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল, জাহেদ আহমদ,কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সংগ্রাম পরিষদের বিলাল আহমদ, মালেক মিয়া,মোহসিন আহমদ, জালাল উদ্দিন, খালেক মিয়া,দিনাজ আহমদ প্রমূখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সরকার যে কোন মূল্যে ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি প্রহসনের নির্বাচন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।এ ধরনের একতরফা নির্বাচন আয়োজন দেশকে চরম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মহাবিপর্যয় ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী -ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ-নির্যাতন বহুগুণে বাড়বে।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *