সিলেটের মাঠে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ রানের জয়।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ (৪৯) রানের দুর্দান্ত ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। এছাড়া ৩৮ বলে ৫১ রান করেন জাকির হাসান।
বড় লক্ষ্যে ব্যাট করতে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। রুবেল হোসেন নেন ৩৭ রানে ৪ উইকেট। মোহাম্মদ আমির ও রেজাউর রহমান নেন ২টি করে উইকেট।
খুলনার পক্ষে সমান ৩৩ করে রান করেন আজম খান ও শাই হোপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬১ রান তুলতে পারে খুলনা।
শেয়ার করুন